একদিন আমারও একটা মানুষ হবে, আমার খুব একার,নিজের মানুষ।

একদিন আমারও একটা মানুষ হবে,
আমার খুব একার,নিজের মানুষ।
সেদিন আমিও নীল আকাশ,
মৃদু বাতাস,ছন্নছাড়া ঘাসফুল,
সব্বাইকে চিৎকার করে সে খবর জানাবো;
শুনছো,আমারও একটা মানুষ হয়েছে।
মনের মানুষ!
.
এইযে আমার এখন মন খারাপের অসুখ;
আকাশ মেঘলা হয়,বৃষ্টি নামে হঠাৎ।
একদিন হঠাৎ-ই সব মেঘ কেটে যাবে,
সাত রাঙা রংধনুতে আমার আকাশও রং মাখাবে।
.
এইযে আমি আজ দিক হারা পাখি,
তবুও মনের কোনে আশা পুশে রাখি!
একদিন আমারও একটা স্থায়ী বাস হবে।
যার প্রতিটি আঙ্গিনা জুড়ে থাকবে,
একা আমার পদচিহ্ন আঁকা।
দেয়ালে দেয়ালে আমার স্পর্শ!
.
শুনছো তোমরা?
একদিন আমারো একটা কাঁধ হবে।
শুধুই আমার, নিজের,একার।
যে কাঁধে মাথা রেখে আমিও একদিন,
পরম আবেশে চোখ বুজবো।
ক্লান্ত পাখিরাও দেখবে সেদিন,
কেমন ডানা জাপটে উড়ে পালাবে!
.
এইযে আজ আমায় নিয়ে এতো-শত পরিহাস,
আমি ব্যাকডেটেড ভীষণ, সাজতে জানি না!
তবে শুনে নেও,
একদিন আমিও প্রাণ ভরে হাসবো।
সে তবে শুধুই আমার প্রিয়ের জন্য।
যার ঠোঁটের কার্ণিশের ঝুলন্ত হসিটুকুর,
মালকিনও শুধু আমি হবো!
.
একদিন আমারও একটা প্রেম হবে,
তবে হঠাৎ আসা কোন বৃষ্টির মতোই!
যে প্রেমে থাকবে না কোন আয়োজন,
এমনকি আধুনিকতার ছিটেফোঁটাও!
এইযে আমার বেলা ফুরায় প্রতিক্ষায়!
একদিন আমারও একটা মানুষ হবে,
নিজের মানুষ!

No comments

Theme images by richcano. Powered by Blogger.