বিনা মূল্যে তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ - আজকের নিউজ টিভি

করোনা পরিস্থিতিতে ঘরে বসে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে দক্ষতা বাড়ানোর লক্ষে তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ দিচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে তথ্যপ্রযুক্তির ৯ কোর্সের মধ্যে ৫০০ জনকে শতভাগ বৃত্তি দেওয়া হবে। ওই কোর্সের মধ্যে রয়েছে ফেসবুক মার্কেটিং, অ্যাডবি ইনডিজাইন, ইউএক্স/ইউ আই ডিজাইন, ১২ দিনে ফটোশপ, পাইথন প্রোগ্রামিং, অ্যাপ ডেভেলপমেন্ট, সিসিএনএ, অটোক্যাড অ্যান্ড থ্রিডি ফ্লোর প্ল্যান, রোবটিক পিসিবি ডিজাইন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মো. মনির হোসেন বলেন, বর্তমানে ডিজিটালাইজেশনের প্রভাবে আইটিতে দক্ষ লোকের চাহিদা বেড়েছে। আইটি ও ডিজাইনে পারদর্শিতা থাকলে প্রযুক্তি দুনিয়ার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যেকোনো ক্ষেত্রেই নিজের জন্য সুযোগ সৃষ্টি করতে পারবেন। যারা ইতিমধ্যেই কর্মরত তাদের জন্য ক্যারিয়ারে আরও এগিয়ে যেতে কোর্সটি সহায়তা করবে। পাশাপাশি যদি নিজেই উদ্যোক্তা হতে চান অথবা হতে চান ফ্রিল্যান্সার, সে ক্ষেত্রেও এই কোর্সগুলো আপনাকে সঠিক পথে এগিয়ে রাখবে। বিনা মূল্যে কোর্স করতে রেজিস্ট্রেশন করতে পারেন       এই ঠিকানায় 

No comments

Theme images by richcano. Powered by Blogger.