বগুড়ার আপডেট-১৭-০৬-২০২০ ফলাফলে ১১৬জন শনাক্ত(১৮জুনের ফলাফল ১৯জুনে জানা যাবে) - আজকের নিউজ টিভি



★ বগুড়ায় নতুন করে ১১৬জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ-৭৮জন, নারী-৩৪জন, শিশু-৪জন।
★ উপজেলাভিত্তিক- সদরে ৬৪, গাবতলী ১৮, কাহালু ৯, ধুনট ৯, দুপচাচিয়া ৬, শাজাহানপুর ৪, সারিয়াকান্দি ২, শেরপুর ১, সোনাতলা ১, শিবগঞ্জ ১ এবং একজনের মোবাইল বন্ধ থাকায় কোন তথ্য পাওয়া যায়নি।
★ এদের মধ্যে শজিমেকের ১৮৮ ফলাফলে ৬২জন পজিটিভ, টিএমএসএস এর ১৫৬ ফলাফলে ৫৪জন পজিটিভ।
★ এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ১৮১৮
মোট সুস্থ- ১৭৩
মোট মৃত্যু- ২৬
এখন আছে- ১৬১৯
সূত্র- ডা. মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন, বগুড়া।

No comments

Theme images by richcano. Powered by Blogger.