On a serious note, অনেকেই ভাবে বিভিন্ন App আমার তথ্য নিয়ে কি করবে, আমি অত গুরত্বপূর্ণ কেউ না - আজকের নিউজ টিভি

বিষয়টা আসলে এমন না যে ওরা আপনার তথ্য পেলে আপনাকে ব্ল্যাকমেইল করে বিকাশে টাকা চাইবে। ওরা আরো বড় কিছু চায়।
আপনার ডেটা হচ্ছে আপনার ইন্টারেস্ট, পার্সোনালিটি, বিহ্যাবিয়রাল হিন্টস৷ এই জিনিসের দাম প্রচুর। যেমন, আপনার SMS, ছবি, চ্যাট, কথোপকথন নিয়ে তারা এনালাইসিস করে। আপনার চাওয়া পাওয়া বোঝার চেষ্টা করে।
তারপর সেই অনুসারে আপনার নাকে দড়ি দিয়ে আপনাকে আপনার চায়াও জিনিস পাইতে খোঁচাবে।
আপনি হয়ত দেড় লাখ টাকার আইফোন কিনতে চান যেটা আপনার দরকার নাই। কিন্তু ডেটা দেখে সেটা বোঝা সম্ভব। আপনি কোথাও দাম জানতে চাইছেন, কাউরে আস্ক করসেন। ইভেন এই স্ট্যাটাস এত পর আমার পেছনে আইফোন নিয়া ঘুরতে পারে 😛
এটা যখন ডেটা চাষীরা বুঝতে পারে তখন আইফোনরে তারা বলে মুরগি পাইসি, টেকা দে.. বেচে দিচ্ছি। তারা এড দেয়। এরপর আপনার পিছে পিছে শয়নে স্বপনে এই আইফোন ঘুরতে থাকবে। মেসেঞ্জারে, পেইজে, বন্ধুর ছবিতে। এরপর আপ্নার মনে হবে এই জিনিস কিনিতেই হবে। নাহলে জীবনের মানে কি? আয়নার সামনে যদি একটা সেল্ফিই তুললে না পারি।
লোন করে, বাপ মার সাথে ঘেন ঘেন করে কিনলেন। এরপর শুরু আরো অনেক জিনিস। এমন সব জিনিস যেগুলা আপনার দরকার নাই।
এগুলা চাইতেই থাকবেন, চাওয়া আর শেষ হবেনা। এর জন্য আপনি এমন চাকরি করবেন যেখানে বস বিষাক্ত, উন্নতি নাই, পরিবেশ খারাপ, টায়ারিং। এমন সব কাজ করবেন যেগুলো আপনার মত লোক করতেই পারে না।
সবচেয়ে দরকারী, দামি, হ্যাপিনেস পাওয়া জিনিসগুলোর সাথে কিন্তু টাকার সম্পর্ক খুবই কম। ল্যাম্বর্গিনিতে বসে কদিন কাঁদবেন? কাঁদার জন্য লাগে ভালোবাসার মানুষের কাঁধ 
শেষ পর্যন্ত দেখা যায় শুধু বিষন্নতা, ডিপ্রেশান, লনলিনেস। লাইফ কেমন জানি ম্যাড়ম্যাড়া। সব আছে তবু কিছু নাই। আহা ডেটা! আহারে ডেটা!

No comments

Theme images by richcano. Powered by Blogger.