সিরাজগঞ্জে ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু - Ajker News Tv
সিরাজগঞ্জে ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু
---------------সিরাজগঞ্জে বিদ্যুৎ বিভাগের ৩৩ হাজার ভোল্টের তারে জড়িয়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করলেও বিকাল পর্যন্ত তার নাম পরিচয় জানাতে পারেনি।
জানা গেছে, শহরের নতুন ভাঙ্গাবাড়িতে এক স্কুল শিক্ষকের বহুতল ভবনের ছাদকার্নিশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। বিদ্যুৎ“র ৩৩ হাজার কেভি তারে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। এলাকাবাসি বিদ্যুতের তারে মৃতদেহটি ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে মৃত যুবকটি চুরি করতে এসে মৃত্যুর শিকার হয়েছে।
এদিকে সাধারণ মানুষের প্রশ্ন ভবনের মালিক কিভাবে এমন ভবন তৈরী করলেন। আর ভবনে চোর প্রবেশ করলই বা কেমনে এবং বাড়ির ছাসংলগ্ন ৩৩ হাজর কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন থাকলেও কি করে দেয়াল ও কার্ণিশে উঠলো চোর।
ভবনের মালিক ও শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অচিন্ত কুমার মন্ডল জানান, কিভাবে চোর বাড়িতে প্রবেশ করেছে তা বলতে পারছিনা। তার বাড়ি নির্মাণের সময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন আছে বিষয়টি বিদ্যুৎ বিভাগের সাথে পরামর্শ করেছিলেন কিনা এমন প্রশ্নের তিনি নাম প্রকাশ না করে বলেন কারো সাথে/ম্যানেজ করেই তিনি বাড়ি করেছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন জানান, বিষয়টি বিদ্যুৎ বিভাগ ভালো বলতে পারবে। পুলিশ লাশ উদ্ধার করেছে তবে যুবকের নাম পরিচয় জানতে পারিনি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান, স্থানীয়দের মতে সম্ভবত যুবকটি চোর। তার পুরো নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। নামপরিচয়ের সন্ধানের চেষ্টা চলছে।
No comments