শেরপুরে বিধিনিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ৪ জনকে জরিমানা - আজকের নিউজ টিভি
শেরপুরে বিধিনিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ৪ জনকে জরিমানা |
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে মাস্ক পরিধান না করা এবং সরকারি বিধিনিষেধ অমান্য করে বিকাল ৪ টার পর দোকান খোলা রাখায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জনকে জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ ও সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, (১৭ জুন) সন্ধ্যা ৬.৩০ টা থেকে রাত ৮.৩০ টা পর্যন্ত উপজেলার গাড়ীদহ, দশমাইল বাজার, মহিপুর, মহিপুর কলোনী, বনমরিচা, কলেজ রোড় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ।
অন্যদিকে, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা উপজেলার পৌরসভার বিভিন্ন স্থান, গাড়িদহ, মহিপুর, হাজীপুর, ফুলবাড়ী বাজার, কাফুড়া, কাফুড়া পূর্ব বাজার, রণবীরবালা, গোপালপুর মোবাইল কোর্ট পরিচালনা করেন । ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাস্ক পরিধান না করায় ও বিকাল ৪ টার পর দোকান খোলা রেখে সরকারি বিধিনিষেধ অমান্য করায় স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৫ এর ১ (খ) ধারা লঙ্ঘনের দায়ে ৪ জনকে ১২০০ টাকা জরিমানা করা হয়।
nc
ReplyDelete