#করোনাভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত কোন প্রমাণিত ওষুধ পাওয়া যায়নি - আজকের নিউজ টিভি

এই মহামারীর সময় সঠিক তথ্য যেমন জীবন বাঁচাতে পারে, তেমনি ভুল ও বিভ্রান্তিকর তথ্য আমাদের নিয়ে যেতে পারে বড় কোন ঝুঁকির দিকে। তাই এসময়,

 যে কোন তথ্য শেয়ার করার আগে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা সরকারি উৎস থেকে যাচাই করে নিন।

➡️ প্রচলিত বিভিন্ন ভুল ধারণা সম্পর্কে BOOM Bangladesh থেকে সঠিক ব্যাখ্যা জেনে নিন।

 ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ গ্রহণে বিরত থাকুন, কেননা এতে বিভিন্ন অসুস্থতা, এমনকি মৃত্যুও হতে পারে।
 

No comments

Theme images by richcano. Powered by Blogger.